/anm-bengali/media/media_files/2025/10/25/screenshot-2025-10-25-12-pm-2025-10-25-13-02-46.png)
নিজস্ব সংবাদদাতা: ছট উৎসব উপলক্ষে বিহার ও দেশের জনগণকে শুভেচ্ছা জানালেন এলজেপি (রাম বিলাস) নেতা অরুণ ভারতী। শুভেচ্ছা বার্তার সঙ্গে তিনি এনডিএ সরকারের প্রশংসা করে আসন্ন নির্বাচনে জোটের প্রতি জনগণের আস্থা পুনর্ব্যক্ত করেন।
অরুণ ভারতী বলেন, “ছট উৎসবের এই পবিত্র মুহূর্তে বিহার ও দেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা। জনগণ এনডিএর কাজ দেখেছে এবং তারা আবারও বিহারে এনডিএ সরকার দেখতে চায়।”
/anm-bengali/media/post_attachments/93e7dbbb-64b.png)
তিনি আরও বলেন, “তেজস্বী যাদব জনগণের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন, কিন্তু বিহারের মানুষ জানে কারা কাজ করেছে এবং কারা শুধু কথা বলে। মানুষের বিশ্বাস কেবল এনডিএর উপরই রয়েছে।”
রাজনৈতিক মহলে এই মন্তব্যকে এনডিএর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে আঞ্চলিক ও ধর্মীয় উৎসবের আবেগের সঙ্গে উন্নয়নের বার্তা যুক্ত করে ভোটারদের মন জয়ের চেষ্টা চলছে।
#WATCH | Patna, Bihar | LJP (Ram Vilas) leader Arun Bharti says, "Hearty congratulations to the people of Bihar and the countrymen on the Chhath festival. The people have seen the work of NDA...Everyone wants the NDA government to be formed again in Bihar. Tejashwi Yadav is… pic.twitter.com/T0mwKR9j8S
— ANI (@ANI) October 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us