BREAKING : ১৯৮৪-র দাঙ্গা ছিল পরিকল্পিত গণহত্যা ! এবার রাহুলকে কটাক্ষ করলেন হেভিওয়েট আপ নেত্রী

কি বললেন হেভিওয়েট আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর ?

author-image
Debjit Biswas
New Update
RAHUL GANDHI

নিজস্ব সংবাদদাতা : এবার ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গা নিয়ে, রাহুল গান্ধীর সাম্প্রতিক কিছু বক্তব্যের বিরুদ্ধে, তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর। তিনি বলেন,''সেই সময় শিখ সম্প্রদায়ের মানুষদের বাড়িতে নানান চিহ্ন এঁকে দেওয়া হয়েছিল, এরপর শিশুদের হত্যা করা হয়, পুরুষদের জীবন্ত পুড়িয়ে মারা হয় এবং মহিলাদের ধর্ষণ করা হয়। এখন ক্ষমা চেয়ে আর কোনও লাভ নেই।”

priyanka kakkar fgh.jpg

এরপর তিনি বলেন,''এই নারকীয় ঘটনার জন্য যাঁরা দায়ী,তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কী কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে ?”