BREAKING: ৫কোটি টাকার প্রস্তাব দিয়েছে বিজেপি ! হঠাৎ এ কি বললেন আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর

কি বললেন আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর ?

author-image
Debjit Biswas
New Update
priyanka kakkar fgh.jpg

নিজস্ব সংবাদদাতা - এবার আম আদমি পার্টি (আপ)-র একাধিক কাউন্সিলর দল ছাড়ার বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিলে আপ নেত্রী প্রিয়াঙ্কা কক্কর। তিনি বলেন,''মেয়র নির্বাচনের সময়ই আমরা এটা জানিয়েছিলাম যে, বিজেপি আমাদের প্রত্যেক কাউন্সিলরদের ৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। এবারও তারা কাউন্সিলর কেনার চেষ্টা করছে, কারণ তাদের কাছে এখনও পর্যাপ্ত সংখ্যা নেই। তাই এভাবেই চাপ সৃষ্টি করছে বিজেপি।"

bjp flag