‘বিক্সিত ভারত’ গড়ার কথা মনে করালেন অনুরাগ ঠাকুর

বীল বাল দিবস 'বিক্সিত ভারত' তৈরিতে অবদান রাখতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
aaaaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: বীল বাল দিবস উপলক্ষ্যে আজ দিল্লির গুরুদ্বারে অন্ন পরিবেশন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন সেই উপলক্ষ্যে মন্ত্রী বলেন, “আজ শুধু দেশ নয়, সারা বিশ্ব বীর বাল দিবস উদযাপন করছে। সাহেবজাদাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। তরুণরা তাদের আত্মত্যাগ থেকে অনেক কিছু শিখতে পারে এবং একটি 'বিক্সিত ভারত' তৈরিতে অবদান রাখতে পারে। প্রধানমন্ত্রী মোদী যুবকদের মাদকাসক্তি ত্যাগ করার এবং ভারতকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়েছেন বীর বাল দিবসে”।

hiren