/anm-bengali/media/media_files/6p3ZZIVd75qtGEnFS94U.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল বেরোতেই আবারও একবার বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন মোদীর মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘একদিকেযখন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীবিশ্বে 'বসুধৈবকুটুম্বকম'-এরবার্তাছড়িয়েদেওয়ারচেষ্টাকরছেনএবং 'সবকাসাথ, সবকাবিকাশ' স্লোগাননিয়েসরকারচালাচ্ছেন, তখন অন্যদিকেবিরোধীরারাজস্থান, মধ্যপ্রদেশওছত্তিশগড়েরবিধানসভানির্বাচনেপরাজয়েরজন্যইভিএমকেদোষারোপকরতেশুরুকরেছে।‘ দিগ্বিজয় সিং-সহ বিরোধী নেতারা ইভিএম নিয়ে প্রশ্ন তুললে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "কংগ্রেস সাংবিধানিক প্রতিষ্ঠানে বিশ্বাস করে না। পরাজয় মেনে নেওয়ার পর তারা কখনই পরাজয়ের কারণ নিয়ে চিন্তা করে না। তারা ইভিএমকে দোষারোপ করছে এবং সনাতন ধর্ম ও হিন্দুদের সমালোচনা করছে।"
#WATCH | On Opposition leaders, including Digvijaya Singh questioning EVM, Union Minister Anurag Thakur says, " Congress doesn't believe in constitutional institutions. After accepting defeat, they never ponder the reason for the defeat. They keep blaming EVMs and slam Sanatan… pic.twitter.com/8PhjYPgSXI
— ANI (@ANI) December 6, 2023
VIDEO | "While on one hand, PM Modi is trying to spread the message of 'Vasudhaiva Kutumbakam' in the world and is running the government with the motto of 'Sabka Saath, Sabka Vikas', the opposition on the other hand has started using foul language and blaming the EVMs for their… pic.twitter.com/LEZrOICsaW
— Press Trust of India (@PTI_News) December 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us