New Update
/anm-bengali/media/media_files/2025/03/14/jNXgfAbncJeUPWnuFbKg.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে সম্ভলে ফ্ল্যাগ মার্চ করলেন অনুজ চৌধুরী। মূলত আসন্ন উৎসবগুলির কথা মাথায় রেখেই সমগ্র সম্ভল জুড়ে, পুলিশের পক্ষ থেকে এই ফ্ল্যাগ মার্চ পরিচালনা করা হয়েছে।
অনুজ চৌধুরি জানান, "পুরো সম্ভল এলাকায় আজ ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং অপরাধীদের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না দেওয়া।"
#WATCH Sambhal, Uttar Pradesh: CO Anuj Chaudhary says, "A flag march was taken out in the entire Sambhal area. Its purpose is to create confidence in the people and no mischievous elements should try to spoil the upcoming festivals..." https://t.co/RboMxwFp4vpic.twitter.com/L1yQ6t9rgx
— ANI (@ANI) March 25, 2025