/anm-bengali/media/media_files/2025/03/14/jNXgfAbncJeUPWnuFbKg.jpeg)
নিজস্ব সংবাদদাতা : হোলি আর জুম্মা একই দিনে পড়ার ফলে তিনি বলেছিলেন, ''জুম্মা বছরে ৫২ বার আসে কিন্তু হোলি আসে একবার।'' যা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবার উত্তর প্রদেশের সম্ভলে নির্বিঘ্নে হোলি উৎসব শেষ হওয়ার পর ফের একবার মুখ খুললেন সম্ভলের সার্কেল অফিসার অনুজ চৌধুরী। তিনি বলেন, ''আজ সবাই অত্যন্ত আনন্দের সাথে হোলি উদযাপন করেছেন। এখন মানুষ নামাজ আদায় করতে যাচ্ছেন, এবং সেটাও খুবই শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।"
/anm-bengali/media/media_files/2025/03/14/uGTosS71RW9E2CFAQI1O.jpeg)
এছাড়াও তিনি বলেন, ''আজ হোলি উপলক্ষ্যে এক বিশাল শোভাযাত্রা ছিল, প্রায় তিন হাজার মানুষ এতে অংশ নিয়েছিলেন, তবে সবকিছুই একদম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।''
#WATCH | Sambhal, UP | CO Anuj Chaudhary says, "All have celebrated Holi with love. Now, people are going to offer Namaz, and it will also be done peacefully. The Holi procession was huge, with almost 3000 people taking part, but everything has happened peacefully." pic.twitter.com/ikNi2j73Ey
— ANI (@ANI) March 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us