মুখোমুখি হতে চলেছেন বাবা-মেয়ে! কবে? নিজেই জানালেন অনুব্রত

মেয়ের সঙ্গে কবে কথা হবে অনুব্রত মণ্ডলের? উত্তর জানালেন নিজেই।

author-image
Pallabi Sanyal
New Update
anubrata meye

অনুব্রত মণ্ডল-সুকন্যা মণ্ডল

নিজস্ব সংবাদদাতা : প্রায় এক বছর হতে চললো গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল। মায়ের মৃত্যুর পর বাবার এই পরিণতিতে  একাকী কাটছিল অনুব্রত কন্যা সুকন্যার। তবে তিনিও গ্রেফতার হয়েছেন সম্প্রতি। রয়েছেন তিহার জেলেই। বাবা-মেয়ে এক ছাদের তলায় থাকলেও নেই দেখা-সাক্ষাৎ। হয়নি কথাও। আদালতে বাবার সঙ্গে কথা বলার জন্য আবেদন জানিয়েছিলেন সুকন্যা। বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হলে কোর্ট থেকে বেরিয়ে  তিনি জানান, শনিবারই দেখা হবে সুকন্যার সঙ্গে। বাবা-মেয়ে মুখোমুখি হওয়ার পর কোনদিকে মোড় নেয় গরু পাচার মামলা সেটাই এখন দেখার।