/anm-bengali/media/media_files/3QeqHElbm3rHYXQGZRCL.jpg)
নিজস্ব সংবাদদাতা: শরীর ভাল নেই। জেলের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে। এই যুক্তি দেখিয়েও মিলল না ইতিবাচক ফল। ফের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের। অর্থাৎ আপাতত তিহাড়েই থাকতে হবে তাঁকে। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে খারিজ করে দেওয়া হয় বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আরজি। তাঁর আইনজীবী জানান যে শারীরিক অসুস্থতার কারণ তুলে ধরে জামিনের আবেদন করা হলেও শুনানির পর তাঁর জামিনের আরজি খারিজ করা হয়েছে।