New Update
/anm-bengali/media/media_files/3QeqHElbm3rHYXQGZRCL.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবারও জেলেই কাটবে পুজো। এবারও কেষ্ট মুক্তি পেলেন না। আর এদিন যা করলেন তাতে তাঁর জেল থেকে মুক্তি পাওয়া যথেষ্ট প্রশ্নের মুখে।
নিম্ন আদালতের বিচারককে সরাসরি হুমকি দিয়ে দিলেন বীরভূমের ত্রাস অনুব্রত মণ্ডল। জামিনের আবেদনের বিরোধিতা করে সওয়াল করেছে সিবিআইয়ের আইনজীবী। সেই তথ্য দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এদিকে কেন অনুব্রত এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তার জবাব দিতে অনুব্রতকে এক সপ্তাহ সময় দিয়েছেন বিচারপতি। ৪ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us