/anm-bengali/media/media_files/QnHEd3duNpBEjsUJDTS6.jpg)
নিজস্ব সংবাদদাতা: আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। আজ সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি হল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। তবে রায়দান স্থগিত রেখে দিয়েছেন আজ বিচারক। ১ জুন হতে চলেছে এর পরবর্তী শুনানি।
গরু পাচার মামলায় ১ হাজার কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া যায়। এরপর গ্রেফতার করা হয় কেষ্টর কন্যাকে। এদিকে মেয়েকে গ্রেফতার করার পর কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন কেষ্ট। এখন বাবার সঙ্গে সুকন্যা তিহাড় জেলেই রয়েছেন। গতকাল অনুব্রত মণ্ডলের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অনুব্রতর জামিনের জন্য আবেদন করেনি তাঁর আইনজীবীরা।