পলাতক ও মাদক পাচারকারীদের লুকিয়ে বেড়ানোর দিন শেষ ! বড় পদক্ষেপ নিতে চলেছে অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্স

কি পদক্ষেপ নেবে অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্স।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : পলাতক এবং মাদক পাচারকারীদের প্রত্যর্পণ (extradition) নিয়ে একটি বিশেষ আলোচনা করার জন্য আগামীকাল থেকেই  শুরু হচ্ছে অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের (ANTF) একটি বড়মাপের বৈঠক। এই বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগ দেবেন এবং মাদক পাচার চক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য,ভারত দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করে আসছে।

filepic