নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় 'ফেঙ্গল' দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১১.৮°N অক্ষাংশ এবং ৮১.৭°E দ্রাঘিমাংশের কাছে, চেন্নাইয়ের প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে এবং ৩০ নভেম্বর অর্থাৎ আজ বিকেলে ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বাতাসের গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় হিসাবে কারইকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করতে।