স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় এএনএম নিউজ

এএনএম নিউজ-এর তরফে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-08-15 at 9.36.30 AM

INDEPENDENCE DAY

নিজস্ব সংবাদদাতা: ১৯৪৭ সালের ১৫ আগস্ট আমাদের মহান বিপ্লবীদের জীবনদায়ী সংগ্রামের শেষে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারতবর্ষ।

Independence Day 2024: Check The Importance, Significance, Guidelines To  Follow And Wishes Here: Results.amarujala.com

আজ এই স্বাধীনতা দিবসের দিনে সেই মহান যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে এএনএম নিউজ। দেশের জন্য প্রাণ বিসর্জন করা সেই প্রত্যেক ব্যাক্তিকে নত-মস্তক প্রণাম জানিয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে এএনএম নিউজের তরফে।