New Update
/anm-bengali/media/media_files/2025/08/15/whatsapp-image-2025-08-15-at-9-2025-08-15-09-39-04.jpeg)
INDEPENDENCE DAY
নিজস্ব সংবাদদাতা: ১৯৪৭ সালের ১৫ আগস্ট আমাদের মহান বিপ্লবীদের জীবনদায়ী সংগ্রামের শেষে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল। দীর্ঘ প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল ভারতবর্ষ।
/anm-bengali/media/post_attachments/assets/images/results.amarujala.com/2024/08/15/independence-day-2024_4e5b27f027596e37ea15df9061d4b470-804030.jpeg)
আজ এই স্বাধীনতা দিবসের দিনে সেই মহান যোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছে এএনএম নিউজ। দেশের জন্য প্রাণ বিসর্জন করা সেই প্রত্যেক ব্যাক্তিকে নত-মস্তক প্রণাম জানিয়ে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে এএনএম নিউজের তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us