/anm-bengali/media/media_files/vju0qIOtvnvapEFDi4AY.jpg)
নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তুলকালাম। অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের দাবি নিয়ে বিহার বিধানসভা ঘেরাওয়ের ডাক দিয়েছিল বেশ কয়েক দফা দাবিতে। পুলিশ বাধা দিতে গেলেই বাধে গন্ডগোল। দুপক্ষের ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। পরিস্থিতি সরগরম। এ নিয়ে এবার মুখ খুললেন আরজেডি সাংসদ মনোজ ঝা। তিনি বলেন,"গণতন্ত্রে প্রত্যেকেরই তাদের দাবিগুলি সরকারের সামনে রাখার অধিকার রয়েছে এবং সরকারেরও তাদের দাবির প্রতি মনোযোগ দেওয়া উচিত। বর্তমান বিহার সরকার জনগণের দাবিকে গুরুত্ব সহকারে নেয় এবং সেই বিষয়ে আলোচনা হয়।"
#WATCH | On Anganwadi workers protest against Bihar Govt in Patna, RJD MP Manoj Jha says "In a democracy, everyone has the right to keep their demands in front of the government and the government should also pay attention to their demands...The current Bihar govt takes the… https://t.co/uyTPrxJ7IDpic.twitter.com/02aJliWZ0E
— ANI (@ANI) November 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us