তৃতীয় সন্তান জন্মালেই বড় পুরস্কার ! জনসংখ্যা বাড়ানোর জন্য অভিনব উদ্যোগ নিলেন সাংসদ

কেন এমন দাবি তুললেন সাংসদ ?

author-image
Debjit Biswas
New Update
KALISETTI

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির সাংসদ, কালিসেট্টি আপ্পালা নাইড়ু জনসংখ্যা বাড়ানোর জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ''কোনও পরিবারে তৃতীয় সন্তান জন্মালেই, সেই পরিবারকে পুরস্কৃত করা হবে। যদি পুত্র সন্তান জন্মায় তাহলে সেই পরিবারকে একটি গরু উপহার দেওয়া হবে, আর যদি কন্যা সন্তান জন্মায় তাহলে নগদ পঞ্চাশ হাজার টাকা উপহার দেওয়া হবে। ''

KALISETTI 1

যদিও সাংসদের এই বক্তব্যের পরেই দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।