/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: তিন ভাষা নীতি নিয়ে বিস্ফোরক অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তিনি টুইট করেছেন, "হয় জোর করে কোনও ভাষা চাপিয়ে দেওয়া অথবা অন্ধভাবে কোনও ভাষার বিরোধিতা করা; উভয়ই আমাদের ভারতের জাতীয় ও সাংস্কৃতিক সংহতির লক্ষ্য অর্জনে সহায়তা করে না। আমি কখনও হিন্দিকে ভাষা হিসেবে বিরোধিতা করিনি। আমি কেবল এটিকে বাধ্যতামূলক করার বিরোধিতা করেছি। যখন NEP 2020 নিজেই হিন্দি জোর করে না, তখন এর চাপিয়ে দেওয়ার বিষয়ে মিথ্যা বর্ণনা ছড়িয়ে দেওয়া জনসাধারণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। NEP 2020 অনুসারে, শিক্ষার্থীদের একটি বিদেশী ভাষার পাশাপাশি যে কোনো দুটি ভারতীয় ভাষা (তাদের মাতৃভাষা সহ) শেখার নমনীয়তা রয়েছে। যদি তারা হিন্দি পড়তে না চায়, তাহলে তারা তেলুগু, তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি, সংস্কৃত, গুজরাটি, অসমীয়া, কাশ্মীরি, ওড়িয়া, বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, বোডো, ডোগরি, কোঙ্কানি, মৈথিলী, মেইতেই, নেপালি, সাঁওতালি, উর্দু, অথবা অন্য কোনও ভারতীয় ভাষাও বেছে নিতে পারে"।
/anm-bengali/media/media_files/iQG5JKLSYD77GBpYS7wy.jpg)
Andhra Pradesh Deputy CM Pawan Kalyan tweets, "Either imposing a language forcibly or opposing a language blindly; both don’t help to achieve the objective of National &Cultural integration of our Bharat. I had never opposed Hindi as a language. I only opposed making it… pic.twitter.com/owKBBJiMnW
— ANI (@ANI) March 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us