প্রবল ঘূর্ণিঝড়ে কাঁপছে আন্ধ্র উপকূল — পরবর্তী দুই ঘণ্টা ভূমিধস চলবে: আইএমডি

মাচিলিপটনম ও কলিঙ্গপটনমের মাঝামাঝি, কাকিনাডার দক্ষিণে উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়; ঘণ্টায় ৯০–১০০ কিমি বেগে বাতাস, দমকা হাওয়া পৌঁছাতে পারে ১১০ কিমি গতিতে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-10-29 12.39.06 AM

নিজস্ব সংবাদদাতা: ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে যে, প্রবল ঘূর্ণিঝড়ের ভূমিধস প্রক্রিয়া (landfall process) বর্তমানে চলছে এবং এটি পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মধ্যে, অর্থাৎ মাচিলিপটনম ও কলিঙ্গপটনমের মাঝামাঝি, কাকিনাডার দক্ষিণে স্থলভাগ অতিক্রম করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টি একটি প্রবল ঘূর্ণিঝড় (Severe Cyclonic Storm) হিসেবে আঘাত হানছে, যার বায়ুর গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, এবং দমকা হাওয়া ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

আবহাওয়া দফতর উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করেছে এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। উপকূল এলাকায় ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করেছে।