ভয়াবহ! ভেঙে পড়ল রেল ব্রিজ, মৃত অন্তত ১৭

মিজোরামের আইজলে রেল সেতু ভেঙে ধ্বংসস্তূপের মধ্যে অন্তত ৩০-৪০ জন শ্রমিক আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ এবার ভয়াবহ দুর্ঘটনা ঘটল মিজোরামে (Mizoram)। জানা গিয়েছে, আজ বুধবার মিজোরামের আইজলথেকেপ্রায়২০কিলোমিটারদূরেসাইরাংএলাকায়একটিনির্মাণাধীনরেলসেতুভেঙেপড়েছে।শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও অবধি ১৭ জনের মৃত্যু হয়েছে।

impact

ঘটনা প্রসঙ্গে এনএফরেলওয়েরসিপিআরওসব্যসাচীদেসংবাদমাধ্যমের মুখোমুখি হয়েজানিয়েছেন, ‘ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে রেলেরকর্মকর্তারাঘটনাস্থলেপৌঁছেছেনএবংউত্তর-পূর্বসীমান্তরেলওয়েরঊর্ধ্বতনকর্মকর্তারাওঘটনাস্থলপরিদর্শনকরবেন।