দুর্ঘটনা, ঝামেলা, হাতাহাতি! আহত দিল্লি পুলিশের কনস্টেবল, গ্রেফতার ৩

দিল্লিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে।

d

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে ডিসিপি পশ্চিম বিচিত্রা বীর বলেন, "রঘুবীর নগরে একটি ঘটনা ঘটেছে যেখানে দুটি গাড়ির সামান্য দুর্ঘটনা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। গাড়িতে বসে থাকা এক ব্যক্তি অন্য গ্রুপের মারধরে আহত হন। তদন্তের পর জানা যায়, যে ব্যক্তিকে মারধর করা হয়েছে, তিনি দিল্লি পুলিশের কনস্টেবল। ভারতীয় দণ্ডবিধির ২৮৯, ৩০৭ এবং ১৮৪ এমভি (মোটর ভেহিকেল) আইনে মামলা রুজু করা হয়েছে। আমরা এক মহিলা সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছি। এক মহিলা ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে।"