কাজ হল মোদীর মুখ মোছা! পান না বেতন? দেখুন ভিডিও

জানলে আশ্চর্য হবেন যে বৃদ্ধ এই কাজের জন্য কোনো বেতন পান না। তাও তিনি নিয়ম করে প্রধানমন্ত্রীর মুখ মুছিয়ে দেন। কেন করেন? উত্তরে ব্যক্তি জানান, প্রধানমন্ত্রী তার কাছে ঈশ্বর। তিনি তার বিশ্বাস থেকে কাজটি করেন।

author-image
Pallabi Sanyal
New Update
Devanahalli

প্রধানমন্ত্রীর মুখ মুছিয়ে দিচ্ছেন ব্যক্তি


নিজস্ব সংবাদদাতা :  প্রধানমন্ত্রীর কাট আউট দাঁড় করানো রাস্তার ওপর। আর এক জন বয়স্ক ব্যক্তিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর মুখ মুছিয়ে দিতে। ভিডিও ট্যুইট করেছেন বিজেপির অমিত মালব্য। ক্যাপশানে তিনি জানিয়েছেন, ঘটনাটি কর্ণাটকের  দেবনাহল্লির। জানলে আশ্চর্য হবেন যে বৃদ্ধ এই কাজের জন্য কোনো বেতন পান না। তাও তিনি নিয়ম করে প্রধানমন্ত্রীর মুখ মুছিয়ে দেন। কেন করেন? উত্তরে ব্যক্তি জানান, প্রধানমন্ত্রী তার কাছে ঈশ্বর। তিনি তার বিশ্বাস থেকে কাজটি করেন।