১ জন মৃত, ৩৬ জন আহত! ব্লাস্টের তদন্তে NSG

কেরালার ডিজিপি ডঃ শেখ দরবেশ সাহাবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পুলিশ বিস্ফোরণ সম্পর্কে কোনও ইনপুট পেয়েছে কিনা। এ বিষয়ে তিনি বলেন, 'আমাদের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই।'

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ কেরালায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগের পরিবেশ বজায় রয়েছে। এদিকে ন্যাশনালসিকিউরিটিগার্ড বা এনএসজির (NSG) আটসদস্যেরএকটিদলকেরালায়বোমাবিস্ফোরণেরতদন্তকরতেযাচ্ছে।দলটিআজসন্ধ্যারমধ্যেবোমাবিস্ফোরণস্থলেপৌঁছাবেবলেআশাকরাহচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও অবধি ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৬ জন আহত হয়েছেন।