মাদার ডেয়ারির পর দাম বাড়ল আমুল দুধের, নতুন দাম কত দেখে নিন -

আমুল গরুর দুধের দাম সংশোধন করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Milk image.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের চড়লো আরও এক কোম্পানির দুধের দাম। আজ থেকেই বেড়েছে মাদার ডেয়ারির দুধের দাম। আর এবার সেই দেখাদেখি বাড়ল আরও এক সংস্থার দুধের দাম।  

এবার আমুল কোম্পানির আমুল স্ট্যান্ডার্ড, আমুল বাফালো মিল্ক, আমুল গোল্ড, আমুল স্লিম এন ট্রিম, আমুল চাই মাজ্জা, আমুল তাজা এবং আমুল গরুর দুধের দাম সংশোধন করা হয়েছে। প্রত্যেক দুধের ক্ষেত্রে লিটার পিছু বর্তমান দামের সাথে দাম ২ টাকা বৃদ্ধি পেয়েছে। এটি আগামীকাল, ১ মে ২০২৫ সকাল থেকে কার্যকর হবে।

z

এদিকে গতকালই মাদার ডেয়ারি দুধের ক্ষেত্রেও দাম বৃদ্ধি পেয়েছে বেশ খানিকটা। সেই দাম কার্যকর হয়েছে আজ থেকে। আর তাঁদের দেখাদেখি এবার দাম বাড়ালো আমুল।