নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষার অবসান। যাত্রা শুরু করল অমৃত ভারত ট্রেন। সবুজ পতাকা নাড়িয়ে ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ থেকে ৮টি ট্রেন যাত্রা শুরু করল। এর মধ্যে বন্দেভারত এক্সপ্রেস রয়েছে ৬টি এবং ২টি অমৃত ভারত ট্রেন। যার একটি যাত্রা শুরু করল মালদা টাউন স্টেশন থেকে।
/anm-bengali/media/media_files/nX4t4wwqVYY3RMyTUsE4.jpeg)
এদিন প্রধানমন্ত্রীর সাথে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী সহ রেলের আধিকারিকরা। ট্রেনের যাত্রা শুরুর আগে অযোধ্যা ধাম জংশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
/anm-bengali/media/media_files/Y00IbsuJXwojQqsmsE2w.jpeg)
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)