/anm-bengali/media/media_files/2025/09/27/screenshot-2025-09-27-2-pm-2025-09-27-14-47-51.png)
নিজস্ব সংবাদদাতা: আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ঘিরে জোরালো দাবি করলেন আম্মা মাক্কাল মুনেত্র কড়গম (এএমএমকে)-র সাধারণ সম্পাদক টিটিভি দিনাকরণ। তিনি বলেন, “২০২৬ সালে আমরা যেই জোটে থাকব, সেটাই হবে জয়ী জোট। আমরা এই নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করব। অপেক্ষা করুন এবং দেখুন, আমাদের জোটই এই নির্বাচনে জিতবে।”
এডাপাড্ডি কে. পালানিস্বামীকে কড়া ভাষায় আক্রমণ করেন দিনাকরণ। তাঁর বক্তব্য, “এই নির্বাচনে পালানিস্বামী ২৫ আসনের বেশি জিততে পারবেন না।”
/anm-bengali/media/post_attachments/172b1d27-089.png)
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনাকরণের এই মন্তব্য রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। একদিকে ডিএমকের নেতৃত্বে ক্ষমতাসীন জোট আত্মবিশ্বাসী, অন্যদিকে এআইএডিএমকের শক্তি নিয়ে প্রশ্ন তুলতে চাইছে এএমএমকে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কার পক্ষে জনমত গড়ে উঠবে, তা এখনই বলা না গেলেও দিনাকরণের এই দাবি রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
#WATCH | Chennai | On the upcoming Tamil Nadu state assembly elections, AMMK General Secretary TTV Dhinakaran says, "...In 2026, in whichever alliance we participate, it will be the winning alliance. We will gain a remarkable victory in these elections. Wait and see, our alliance… pic.twitter.com/hsPuWU8ZTA
— ANI (@ANI) September 27, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us