হিন্দি দিবসে অমিত শাহের বার্তা

"ভারতীয় ভাষার পুনর্জাগরণের সোনালি যুগ শুরু হয়েছে"- অমিত শাহ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-14 10.46.04 AM

নিজস্ব সংবাদদাতা: হিন্দি দিবস ২০২৫ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত এক দশকে ভারতীয় ভাষা ও সংস্কৃতির পুনর্জাগরণের এক সোনালি অধ্যায় সূচিত হয়েছে।

অমিত শাহ বলেন, “জাতিসংঘ হোক বা জি-২০ কিংবা এসসিও— প্রধানমন্ত্রী মোদি হিন্দি ও ভারতীয় ভাষায় বক্তব্য রেখেছেন এবং বিশ্বের দরবারে ভারতীয় ভাষার সম্মান বৃদ্ধি করেছেন। আজাদি কা অমৃতকাল-এ উপনিবেশিকতার প্রতীক থেকে দেশকে মুক্ত করার যে ‘পঞ্চ প্রণ’ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তাতে ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “ভারত মূলত একটি ভাষা-প্রধান দেশ। যুগের পর যুগ ধরে আমাদের ভাষাগুলি সংস্কৃতি, ইতিহাস, জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও আধ্যাত্মিকতাকে এগিয়ে নিয়ে গেছে। ভাষার সবচেয়ে বড় শক্তি হলো, তারা সমাজের প্রতিটি শ্রেণিকে আত্মপ্রকাশের সুযোগ দিয়েছে এবং সংলাপ ও অভিব্যক্তির মাধ্যমে জাতিকে ঐক্যের পথে পরিচালিত করেছে।”

অমিত শাহ স্বাধীনতা সংগ্রামের সময় ভাষার ভূমিকা নিয়েও স্মরণ করান। তিনি বলেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামীরা উপভাষাগুলিকে স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন। শুধু হিন্দিই নয়, দেশের অন্যান্য ভাষার কবি, লেখক ও নাট্যকারেরা লোকগীতি, লোকনাট্য, কাব্যের মাধ্যমে স্বাধীনতার চেতনাকে দৃঢ় করেছিলেন। ‘বন্দে মাতরম্’ ও ‘জয় হিন্দ’-এর মতো স্লোগান ভাষা জাগরণের ফসল, যা স্বাধীন ভারতের আত্মসম্মানের প্রতীক হয়ে উঠেছে।”

তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর দেবনাগরী লিপিতে লেখা হিন্দিকে দেশের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক দিনেই প্রতিবছর হিন্দি দিবস পালিত হয়।