DELHI BLAST UPDATE : দ্রুত তদন্ত সম্পূর্ণ করা হবে, গভীর পর্যন্ত যাব ! দিল্লি বিস্ফোরণে বড় বার্তা দিলেন অমিত শাহ

কি বড় বার্তা দিলেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shah TEHRIKs.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের সামাজিক মাধ্যমে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Amit shah

আজ একটি টুইট বার্তার মাধ্যমে তিনি শোকপ্রকাশ করে বলেন যে,''আজ দিল্লিতে বিস্ফোরণের ফলে ঘটে যাওয়া প্রাণহানিতে আমি বাকরুদ্ধের থেকেও অনেক বেশি ব্যথিত (Pained beyond words)। আজ যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি আজ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছি। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমার প্রার্থনা রইল। আমাদের শীর্ষস্থানীয় সংস্থাগুলি পূর্ণ তীব্রতার সঙ্গে (with full intensity) এই ঘটনার তদন্ত করছে এবং তারা অবশ্যই এই ঘটনার গভীর পর্যন্ত যাবে (will go in-depth into the incident)।"