/anm-bengali/media/media_files/uRpkg728Jzd7egEKq9Yo.jpg)
নিজস্ব সংবাদদাতা : জেলে বন্দি থেকে সরকার চালানো যাবে না,আজ লোকসভায় একটি যুগান্তকারী বিল পেশ করার পর বিরোধীদের উদ্দেশ্যে ফের এমনই কড়া বার্তা দিলেন অমিত শাহ। আজ একটি টুইট বার্তায় অমিত শাহ বলেন, "আমি আজ সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষের অনুমতি নিয়ে একটি সাংবিধানিক সংশোধনী বিল পেশ করেছি। এর বিলের উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য সরকারের মন্ত্রীরা যেন জেলে বন্দি থেকে শাসনকার্য পরিচালনা করতে না পারেন।"
শাহ বলেন, এই বিলটির মূল উদ্দেশ্য হলো জনজীবনে নৈতিকতার মান উন্নত করা এবং রাজনীতিতে শুচিতা ফিরিয়ে আনা। এই বিল থেকে যে আইন কার্যকর হবে, তার তিনটি প্রধান দিক রয়েছে:
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/26/LQUsHZYDnffniDxjnST2.jpg)
১. কোনও ব্যক্তি গ্রেফতার হয়ে জেল থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অথবা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে সরকার পরিচালনা করতে পারবেন না।
২. সংবিধান প্রণয়নের সময় সংবিধান প্রণেতারা এমন রাজনৈতিক ব্যক্তিদের কথা কল্পনাও করেননি, যারা গ্রেফতার হওয়ার পরেও নৈতিকতার কারণে পদত্যাগ করবেন না। গত কয়েক বছরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা পদত্যাগ না করেই জেল থেকে অনৈতিকভাবে সরকার চালাচ্ছেন। এই বিল সেই সমস্যার সমাধান করবে।
৩. এই বিলে অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতারের ৩০ দিনের মধ্যে আদালত থেকে জামিন নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। যদি তিনি ৩০ দিনের মধ্যে জামিন পেতে ব্যর্থ হন, তাহলে ৩১তম দিনে হয় কেন্দ্র বা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে পদ থেকে অপসারণ করবেন, অথবা তিনি আইনগতভাবে তার পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। যদি পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে সেই নেতা জামিন পান, তাহলে তিনি আবার তার পদে ফিরে আসতে পারবেন।
শেষে অমিত শাহ বলেন, "এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর জেলবন্দি থেকে সরকার চালানো কি আদৌ উচিত?"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us