নিজস্ব সংবাদদাতা: মীনাক্ষী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই ছবি নিজেই এক্স হ্যান্ডেলে প্রকাশ করলেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে লেখেন, “আজ মাদুরাইয়ের আইকনিক মীনাক্ষী আম্মান মন্দিরে পুজো দিতে পেরে আমি ভাগ্যবান। জাতির অব্যাহত অগ্রগতি এবং আমাদের নাগরিকদের মঙ্গলের জন্য মায়ের আশীর্বাদ কামনা করে প্রার্থনা করেছি”।
/anm-bengali/media/media_files/2025/06/08/1vPeSjsgyHG4H5GZp58C.jpg)