BREAKING : একফোঁটাও জল পাবে না পাকিস্তান ! এবার বড় পদক্ষেপের পথে অমিত শাহ

কি সিদ্ধান্ত নিলেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shah bjjp.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও হামলার পরেই ইন্দাস জলচুক্তি বাতিল করেছে ভারত সরকার। আর এবার এই ইন্দাস জলচুক্তি বাতিলের পর, পাকিস্তান যাতে একফোঁটাও জল না পেতে পারে, সেই বিষয়েই বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সূত্র মতে খুব শীঘ্রই তিনি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর.পাটিলের সাথে একটি বড় বৈঠক করতে চলেছেন।

CR Patil a2.jpg

মূলত জম্মু-কাশ্মীরের সমস্ত হাইড্রো পাওয়ার প্ল্যানগুলির যাবতীয় কাজ যাতে খুব দ্রুত শেষ করা যেতে পারে, সেই বিষয়েই আলোচনা হবে যে বৈঠকে। এই হাইড্রো পাওয়ার প্ল্যানগুলির যাবতীয় কাজ খুব দ্রুত শেষ করা গেলে, সিন্ধু নদীর জল পাওয়া আরও দুস্কর হয়ে উঠবে পাকিস্তানের কাছে।