অমিত শাহের সামনে ধ্বংস করা হবে ২,৪১৬ কোটি টাকার মাদক

আসামে ১,৪৮৬ কিলোগ্রাম, চণ্ডীগড়ে ২২৯ কিলোগ্রাম, গোয়ায় ২৫ কিলোগ্রাম, গুজরাটে ৪,২৭৭ কিলোগ্রাম, জম্মু ও কাশ্মীরে ৪,০৬৯ কিলোগ্রাম, মধ্যপ্রদেশে ১,০৩,৮৮৪ কিলোগ্রাম কিলোগ্রাম মাদক ধ্বংস করবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।

author-image
SWETA MITRA
New Update
amit shah ncb.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সোমবার অর্থাৎ আগামীকাল রাজধানী দিল্লিতে 'মাদক চোরাচালান জাতীয় নিরাপত্তা' শীর্ষক আঞ্চলিক সম্মেলনে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তে ,৪১৬ কোটি টাকা মূল্যের ,৪৪, কিলোগ্রামেরও বেশি মাদক ধ্বংস করা হবে এবং সমস্ত রাজ্যের অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্সের (এএনটিএফ) সঙ্গে সমন্বয় করে এই কাজ করবে এনসিবি। সোমবার মাদক ধ্বংসের ফলে এক বছরে ধ্বংস হওয়া মাদকের পরিমাণ প্রায় ১০ লক্ষ কিলোগ্রামে পৌঁছে যাবে, যার মূল্য প্রায় ১২,০০০ কোটি টাকা। এনসিবির হায়দ্রাবাদ ইউনিট ৬,৫৯০ কিলোগ্রাম, ইন্দোর ৮২২ কিলোগ্রাম এবং জম্মু ইউনিট ৩৫৬ কিলোগ্রাম মাদক ধ্বংস করবে।