DELHI BLAST UPDATE : দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক করলেন অমিত শাহ ! দিলেন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ

কি জরুরি বৈঠক করলেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shah TEHRIKs.jpg

নিজস্ব সংবাদদাতা : লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই এবার পরিস্থিতির তদারকি শুরু করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ তিনি জরুরি ভিত্তিতে দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত উচ্চস্তরের সমস্ত নিরাপত্তা ও তদন্তকারী দলগুলিকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন।

এই বৈঠকের পরেই বিস্ফোরণের উৎস এবং প্রকৃতি নির্ণয়ের জন্য ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) এবং ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞদের দলগুলিকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই সংস্থাগুলি প্রমাণ সংগ্রহ করে দ্রুত তদন্ত শুরু করবে।

delhi red fot blasta

এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর ডিরেক্টরের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। এর মাধ্যমে গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং নাশকতার কোনো পূর্ব-পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।