নিজস্ব সংবাদদাতা : আজ বিহারের মুঙ্গেরের এক জনসভায় নিজের বক্তব্য রাখার সময়, মুঙ্গেরের মাটির সাথে ভগবান রামের সঙ্গে ঐতিহাসিক যোগাযোগের কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,''১৯৯০ সালে যেখানে বিজেপির রথযাত্রা (রাম মন্দির নির্মাণের জন্য) আটকে দেওয়া হয়েছিল, সেই খাগাড়িয়াতে বিজেপি ভগবান রাম ও দেবী সীতার মন্দির প্রতিষ্ঠা করবে বিজেপি। সীতামঢ়িতে ৮৫০ কোটি টাকা ব্যয়ে মাতা সীতার বিশাল মন্দির তৈরির কাজ চলছে।'' এরসাথেই মুঙ্গেরে একটি বিমানবন্দর স্থাপনেরও পরিকল্পনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/27/XbBMoqPGVpIHNZwaPRJG.jpg)
এরপর বিরোধীদের নিশানা করে তিনি বলেন,''প্রায় পাঁচশো বছর ধরে রাম লালা অযোধ্যায় একটি তাঁবুর মধ্যে ছিলেন। সেইসময় কংগ্রেস, এসপি, বিএসপি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং লালু যাদব প্রত্যেকেই এই মন্দির তৈরির বিরোধিতা করেছেন। ২০১৯ সালে নরেন্দ্র মোদি শুধুমাত্র রাম মন্দিরের ভূমি পুজোই করেননি, বরং এই মন্দিরের সফল প্রাণ প্রতিষ্ঠাও সম্পন্ন করেছেন।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us