কাঠুয়ায় ক্লাউডবার্স্ট নিয়ে মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বললেন অমিত শাহ

কি কথা হল অমিত শাহর সঙ্গে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Amit shah

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় ক্লাউডবার্স্টের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে কথা বলেছেন। অমিত শাহ টুইট করে জানান, স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে। এনডিআরএফের দল ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

filepic

 তিনি আশ্বাস দিয়ে বলেন, “মোদী সরকার সব ধরনের সহায়তা দেবে। জম্মু-কাশ্মীরের ভাইবোনদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে গোটা দেশ।”

উল্লেখ্য, ক্লাউডবার্স্টে কাঠুয়ায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া গিয়েছে। বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও প্রকাশ্যে আসেনি।