বৃষ্টির জেরে পণ্ড রোডশো, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "ভারী বৃষ্টির কারণে দেভানহাল্লির মানুষের মধ্যে থাকতে পারেনি। আমি শীঘ্রই প্রচারের জন্য দেভানহাল্লি পরিদর্শন করব।"

author-image
Aniruddha Chakraborty
New Update
bmn

নিজস্ব সংবাদদাতাঃ প্রচণ্ড বৃষ্টির জেরে আজ পণ্ড হয়ে যায় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কাছে অবস্থিত দেভানহাল্লিতে (Devanhalli) থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) রোডশো (roadshow)। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "ভারী বৃষ্টির কারণে দেভানহাল্লির মানুষের মধ্যে থাকতে পারেনি। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য আমি তাদের প্রণাম জানাই। আমি  শীঘ্রই প্রচারের জন্য দেভানহাল্লি পরিদর্শন করব। তাদের উচ্ছ্বাস প্রমাণ করে যে বিজেপি কর্ণাটকে বিশাল জয় লাভ করবে।"