যদি ভোটার তালিকা দূষিতই হয়, তবে আপনারা নির্বাচনে লড়লেন কেন ? লোকসভায় বিরোধীদের প্রশ্ন করলেন অমিত শাহ

লোকসভায় বিরোধীদের কি প্রশ্ন করলেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shah TEHRIKs.jpg

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্কের সময় বিরোধী দলগুলোর সমালোচনা করে বলেন, তারা যদি সত্যিই বিশ্বাস করে যে ভোটার তালিকা দুর্নীতিগ্রস্ত, তাহলে তারা কেন গত এক দশকে এতগুলি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, এই সামান্য ত্রুটিগুলিকে অতিরঞ্জিত করে নির্বাচনের ফলাফলের অজুহাত তৈরি করা হচ্ছে।

rahul6

অমিত শাহ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিরোধীরা ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলেছে। তিনি পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন করেন,"আমি কিছু তথ্য স্পষ্ট করে তুলে ধরতে চাই। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারা আপত্তি তুলেছে। এনডিএ তিনটি সাধারণ নির্বাচন (লোকসভা) এবং ৪১টি রাজ্য বিধানসভার নির্বাচনে জয়ী হয়েছে, মোট ৪৪টি। তারা (বিরোধীরা) নিজেরাও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে ৩০টি জয় পেয়েছে। যদি ভোটার তালিকা সত্যিই দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে আপনারা কেন সেই নির্বাচনগুলিতে অংশ নিলেন এবং শপথ নিলেন? জনগণের কাছে এর ব্যাখ্যা দিন।"