'অবশেষে সঠিক জায়গায় এলেন', ইঙ্গিতপূর্ণ বার্তা অমিত শাহের

আজ ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। একনাথ শিন্ডের সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনভিস এবং অজিত পাওয়ার।

author-image
SWETA MITRA
New Update
amit ajit.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্র সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিকে আজ মহারাষ্ট্র সফরে গিয়েই মহারাষ্ট্রের সদ্য উপ মুখ্যমন্ত্রী হওয়া অজিত পাওয়ার (Ajit Pawar)-কে বিশেষ বার্তা দিলেন। এক কথায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন অমিত শাহ। রবিবার মহারাষ্ট্রের পুনেতে সিআরসিএস অফিসের ডিজিটাল পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, "উপমুখ্যমন্ত্রী হওয়ার পরে অজিত দাদা প্রথমবার এসেছেন এবং আমি তার সাথে মঞ্চ ভাগ করছি। আমি তাকে বলতে চাই যে দীর্ঘদিন পরে আপনি একদম সঠিক জায়গায় বসেছেন। সবসময় এটাই সঠিক জায়গা ছিল কিন্তু আপনি এখানে আসতে অনেক সময় নিয়ে নিলেন।

উল্লেখ্য, এনসিপি (NCP)-তেবিভাজনেরপরভাইপোঅজিতপাওয়ারএবংকাকাশরদপাওয়ারএকসঙ্গেমঞ্চেহাজিরহন সম্প্রতি।এরচেয়েওগুরুত্বপূর্ণছিলযেমহাআঘাড়িনেতাদেরঅসন্তুষ্টিসত্ত্বেওশরদপাওয়ারপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীরসাথেমঞ্চভাগকরেনিয়েছিলেন বলে খবর। গতমঙ্গলবারআগস্টপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীকে 'লোকমান্যতিলকজাতীয়পুরস্কার' দিয়েসম্মানিতকরারকথাছিল।মহারাষ্ট্রেরমুখ্যমন্ত্রীএকনাথশিন্ডে, দেবেন্দ্রফড়নবিশ, উপ-মুখ্যমন্ত্রীঅজিতপাওয়ারএবংএনসিপিসভাপতিশরদপাওয়ারপুরষ্কারঅনুষ্ঠানেউপস্থিতছিলেন। 

এনসিপি-তেবিভাজনেরপরএইপ্রথমঅজিতপাওয়ারএবংশরদপাওয়ারএকসঙ্গেকোনওজনসভায়একইমঞ্চেহাজিরহলেন।দুইনেতাপ্রায়৭৫মিনিটেরজন্যঅনুষ্ঠানেউপস্থিতছিলেনতবেদুজনেরমধ্যেকোনওকথোপকথনহয়নি।শুধুতাইনয়, অজিতপাওয়ারছাড়াসবনেতাশরদপাওয়ারেরসঙ্গেহাতমেলানএবংআলোচনাকরেন।এমনকিশরদপাওয়ারকেপ্রধানমন্ত্রীমোদীরসাথেদেখাকরারপরেখুবখুশিদেখাচ্ছিল, কিন্তুঅজিতপাওয়ারকাকাশরদ পাওয়ারের একবারওদেখা করতে আসেননিএবংঅনুষ্ঠানশেষহওয়ারসাথেসাথেঅজিতপাওয়ারনীরবেশরদপাওয়ারকেপিছনেফেলেচলেযান।

পরেসাংবাদিকরাঅজিতপাওয়ারকেপ্রশ্নকরেন, আপনিগোপনেমঞ্চেকাকাশরদপাওয়ারেরপিছনেগেলেনকেন? এরজবাবেঅজিতপাওয়ারবলেন, ‘শরদপাওয়ারের (Sharad Pawar)প্রতিআমারঅনেকশ্রদ্ধারয়েছে, তাইভয়েআমিচলেগেছি।‘

মঞ্চেশরদপাওয়ারেরসঙ্গেহাতনামেলানোরবিষয়েজিজ্ঞাসাকরাহলেঅজিতপাওয়ারবলেন, "আমিশরদপাওয়ারসাহেবকেসম্মানকরি, তাইআমিসরেএসেছি।যদিওআমরাআমাদেরপ্রবীণদেরসম্মানকরি, তবুওভয়েপিছুহটেছি, তাইআমিচলেগেলাম।“