/anm-bengali/media/media_files/1ZuS1PCnmvM2hxIWfgEp.jpg)
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্কের সময় বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি ভারতের ইতিহাসে দু'টি প্রধান ঘটনাকে 'ভোট চুরি' বা ভোট জালিয়াতি হিসেবে আখ্যা দিয়েছেন, যার মাধ্যমে কংগ্রেস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কিত করেছে বলে তিনি দাবি করেন।
অমিত শাহ অভিযোগ করেন যে, স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের সময় মহাত্মা গান্ধীর হস্তক্ষেপে জনসমর্থনকে উপেক্ষা করা হয়েছিল, যা প্রথম 'ভোট চুরি'। তিনি বলেন,"স্বাধীনতার পর, সর্দার প্যাটেলের সমর্থনে ছিলেন ২৮ জন, আর জওহরলাল নেহরুর সমর্থনে ছিলেন মাত্র ২ জন; তবুও নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন, এটি ছিল প্রথম ভোট চুরি।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/18/4jRt5Ndye6fSKMp4FYKN.png)
অমিত শাহের মতে, দ্বিতীয় 'ভোট চুরি' সংঘটিত হয় ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর সময়কালে। তিনি বলেন,"দ্বিতীয় 'ভোট চুরি' করেছিলেন ইন্দিরা গান্ধী, যখন আদালত তাঁর নির্বাচন বাতিল করার পর তিনি নিজেকে অনাক্রম্যতা (immunity) দিয়েছিলেন।"
Post Independence, Sardar Patel was backed by 28 persons, J L Nehru by two persons; yet Nehru became PM, this was vote chori: Amit Shah.
— Press Trust of India (@PTI_News) December 10, 2025
Second "vote chori" was by Indira Gandhi, when she granted herself immunity after court set aside her election: Amit Shah.
Dispute of third… pic.twitter.com/eLPx9hx054
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us