/anm-bengali/media/media_files/2025/05/08/iZN3ouA4TmlJqaROBgJS.png)
নিজস্ব সংবাদদাতা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মাদকমুক্ত ভারত' গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সেই বিষয়ে এক বড় সাফল্য এল এবার রাজধানী দিল্লিতে। আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে দিল্লিতে বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (পূর্বে টুইটার) এই সাফল্যের কথা জানিয়েছেন। তিনি জানান, এই অভিযানে মোট ৩২৮ কেজি মেথামফেটামিন (Methamphetamine) উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য ২৬২ কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/G7gbgjX9bb2D1U3fy9fa.jpg)
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,''কেন্দ্রীয় সরকার অভূতপূর্ব গতিতে মাদক চক্রগুলিকে চূর্ণ করছে এবং তদন্তের ক্ষেত্রে 'টপ-টু-বটম' এবং 'বটম-টু-টপ'—দুই ধরনের কঠোর পদ্ধতি অনুসরণ করছে।''
অমিত শাহ তাঁর পোস্টে যৌথ বাহিনীকে প্রশংসা করে লিখেছেন,"প্রধানমন্ত্রী মোদিজির মাদক-মুক্ত ভারতের স্বপ্ন পূরণের জন্য এই অভিযান বহু-সংস্থা সমন্বয়ের এক উজ্জ্বল উদাহরণ। এনসিবি (NCB) এবং দিল্লি পুলিশের যৌথ দলকে অভিনন্দন।"
Union Home Minister Amit Shah (@AmitShah) posts: "Our govt is shattering drug cartels at unprecedented pace. Fiercely pursuing the top-to-bottom and bottom-to-top approach to the investigation of drugs, a breakthrough was achieved by seizing 328 kg of methamphetamine worth ₹262… pic.twitter.com/OCdLf9LubY
— Press Trust of India (@PTI_News) November 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us