File Picture
নিজস্ব সংবাদদাতা: দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের আকস্মিক পদত্যাগ ঘিরে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ধনখরের পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/27/XbBMoqPGVpIHNZwaPRJG.jpg)
অমিত শাহ বলেন, “ধনখরজি সাংবিধানিক পদে থেকে সংবিধান অনুযায়ী যথেষ্ট ভালো কাজ করেছেন। তিনি ব্যক্তিগত স্বাস্থ্যের সমস্যার কারণে পদত্যাগ করেছেন। এটাকে বাড়তি রঙ দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।” প্রসঙ্গত, ধনখরের হঠাৎ পদত্যাগের খবরে বিরোধী দলগুলির একাংশ প্রশ্ন তুলেছিল। তাঁদের দাবি ছিল, পদত্যাগের আসল কারণ ভিন্ন হতে পারে। তবে অমিত শাহ সোমবার সরাসরি সেই জল্পনাকে খারিজ করে দেন।
Dhankhar ji was sitting on a constitutional post and during his tenure, he did good work according to the constitution. He has resigned due to his personal health problem. One should not try to stretch it too much and find something: Home Minister Amit Shah answering on former VP… pic.twitter.com/UAdTvEKcXt
— ANI (@ANI) August 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us