New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা : হাইভোল্টেজ মঙ্গলবার। সকালেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার বিকেলে তৃণমূলের ৩০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত সেরে সন্ধের বিমানে দিল্লি উড়ে যান বোস। বকেয়া নিয়ে আশ্বাসও দিয়ে যান আন্দোলনকারীদের। রাজ্যপালকে চিঠি লিখে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করে শাসক শিবির। পরিস্থিতি বলছে, বাংলার বকেয়া নিয়ে হতে পারে শাহী আলোচনা। বাংলার প্রাপ্য আদায় কবে হবে সেটাই এখন দেখার।
/anm-bengali/media/post_attachments/KzbXe9XMNcwiyBTd4pq2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us