হিমাচল প্রদেশের বিলাসপুরে ধসের ফলে বাস দুর্ঘটনা, নিহতদের প্রতি শোক প্রকাশ অমিত শাহের

উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ দল, আহতদের দ্রুত আরোগ্য কামনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

author-image
Aniket
New Update
Amit shah

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসের জেরে বাস দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, “বিলাসপুরে ভূমিধসের কারণে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি রইল আমার সমবেদনা। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাস্থলে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চলছে এবং আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।