৫ নভেম্বর রাহুল গান্ধী হাইড্রোজেন বোমা ফাটান, কিন্তু কমিশন তার জবাব দিয়েছে ! লোকসভায় বললেন অমিত শাহ

লোকসভায় কি বললেন অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
RAHUL GANDHI

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্কের সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী-র উত্থাপিত একটি বিশেষ অভিযোগের উল্লেখ করেন। তিনি রাহুল গান্ধীর সেই অভিযোগটিকে কটাক্ষ করে বলেন, এটি ছিল একটি 'হাইড্রোজেন বোমা', যা পরে নির্বাচন কমিশনের (EC) দ্বারা স্পষ্টীকরণের মাধ্যমে অকার্যকর প্রমাণিত হয়।

অমিত শাহ সেই বিশেষ প্রেস কনফারেন্সের কথা উল্লেখ করেন, যেখানে রাহুল গান্ধী হরিয়ানার ভোটার তালিকা নিয়ে বড় আকারের কারচুপির অভিযোগ এনেছিলেন।

Amit shah

তিনি বলেন,"২০২৫ সালের ৫ নভেম্বর, বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি প্রেস কনফারেন্সে একটি 'হাইড্রোজেন বোমা' ফাটান। তিনি বলেন যে হরিয়ানায় মাত্র একটি বাড়ি থেকে ৫০১টি ভোট দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সব কিছু স্পষ্ট করে দিয়েছে। বাড়িটিও ভুয়ো নয়, ভোটাররাও ভুয়ো নন।''

রাহুল গান্ধী তাঁর এই অভিযোগের সমর্থনে 'এইচ ফাইলস' (H Files) নামে নথি পেশ করে দাবি করেন, হরিয়ানার ভোটার তালিকায় প্রায় ২৫ লাখ ভুয়ো ভোটার রয়েছে এবং এটি ভোট চুরির একটি পরিকল্পিত ষড়যন্ত্র।