BREAKING: ২০২৬-এ বাংলা ও তামিলনাড়ুতে সরকার গঠন হবে ! ফের বড় বার্তা দিলেন অমিত শাহ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
amit shah TEHRIKs.jpg

নিজস্ব সংবাদদাতা: এবার তামিলনাড়ুর মাটি থেকে বাংলা নিয়েও বড় বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,''২০২৫ সালে আমরা দিল্লিতে সরকার গঠন করেছি। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিজেপি-এনডিএ জোট সরকার গঠন করবে।” এরপর তিনি বলেন,''সারা দেশের মানুষ মোদিজির নেতৃত্বে বিশ্বাস রাখছেন। এখন সময় এসেছে বাংলা ও তামিলনাড়ুর জনগণের উন্নয়নের জন্য পরিবর্তন আনার।”

amit shah nadda.jpg