নির্বাচনের 'কবাডি'-তে কে কুপোকাত হবে? ভবিষ্যৎবাণী অমিত শাহ-র!

এবার ছত্তিশগড়ে তিনবার দীপাবলি পালন করা হবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
amit apj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের জগদলপুরে বড় মন্তব্য করলেন অমিত শাহ (Amit Shah)। আজ জগদলপুড়েএকনির্বাচনীজনসভায়বক্তব্যরাখতেগিয়েকেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহবলেন, "মণিরামকাশ্যপ (Maniram Kashyap) গত৩০বছরেকোনওনির্বাচনেহারেননি।তিনিএকজনউজ্জ্বলকাবাডিখেলোয়াড়, তিনিনির্বাচনের 'কাবাডি'তেভূপেশবাঘেলকেওপরাজিতকরবেন।প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীআদিবাসীদেরসম্মানেরজীবনদিয়েছেন। প্রধানমন্ত্রীমোদীআদিবাসীদেরনিরাপত্তা, সম্মানএবংঅন্তর্ভুক্তিমূলকউন্নয়নদিয়েছেন।আমিভূপেশবাঘেলকেজিজ্ঞেসকরতেচাই, কংগ্রেসযখনক্ষমতায়ছিলতখনতারাআদিবাসীমন্ত্রককেকতটাকাদিয়েছিল? উপজাতিকল্যাণেরজন্যএসটিউপাদানছিল২৯,০০০কোটিটাকা... প্রধানমন্ত্রীমোদীসরকারতাবাড়িয়ে,৩২,০০০কোটিটাকাকরেছে।আলো, মোবাইলটাওয়ার, রাস্তাএবংস্কুলগুলিউপজাতিঅঞ্চলেপৌঁছেছে।" শুনুন তাঁর বক্তব্য...