/anm-bengali/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-1149-pm-2025-08-28-23-27-05.png)
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গৌহাটির রাজ্য বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত অসম বিজেপির কোর কমিটির বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠক শেষে তিনি টুইট করে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মার সরকার অসমবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণের পথে অগ্রসর হচ্ছে।
অমিত শাহ লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিমন্ত বিশ্ব শর্মার সরকার অসমের মানুষের স্বপ্নপূরণের জন্য নিরলসভাবে কাজ করছে। বিজেপির প্রতিটি কর্মীকে সমৃদ্ধ অসম গড়ে তুলতে নিজেদের উৎসর্গ করতে হবে।”
/anm-bengali/media/post_attachments/8d7d1890-099.png)
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে অমিত শাহের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। দলের ভেতরে সংগঠনকে আরও মজবুত করা এবং কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এই বৈঠককে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে রাজ্যের উন্নয়ন প্রকল্প, সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা এবং কেন্দ্র-রাজ্যের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিজেপি নেতৃত্বের আশা, সংগঠন ও সরকারের মিলিত প্রচেষ্টায় অসম আগামী দিনে আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
Union Home Minister Amit Shah tweets, "Chaired the Assam BJP's core committee meeting at the state BJP HQs in Guwahati. Under the leadership of PM Narendra Modi, the Himanta Biswa Sarma government is fulfilling the aspirations of the people of Assam. Each and every Karyakarta of… pic.twitter.com/CqWbybSqat
— ANI (@ANI) August 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us