তোমরা আধার কার্ড দাও এবং তারা ভোটার কার্ড নিয়ে দিল্লিতে আসে- তৃণমূলকে "শাহী" নিশানা!

অনুপ্রবেশ নিয়ে কি দাবি করলেন অমিত শাহ?

author-image
Anusmita Bhattacharya
New Update
filepic

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় অভিবাসন ও বিদেশী বিল, ২০২৫-এর উপর জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করলেন বড় দাবি। তিনি বলেছেন, "বাংলাদেশী অনুপ্রবেশকারী হোক বা রোহিঙ্গা, আগে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তারা আসাম দিয়ে ভারতে প্রবেশ করত। এখন তারা পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করে যেখানে তৃণমূল ক্ষমতায় রয়েছে। কে তাদের আধার কার্ড, নাগরিকত্ব দেয়? ধরা পড়া সমস্ত বাংলাদেশীর ২৪ পরগনা জেলার আধার কার্ড আছে। তোমরা (টিএমসি) আধার কার্ড দাও এবং তারা ভোটার কার্ড নিয়ে দিল্লিতে আসে। ২০২৬ সালে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে এবং আমরা এর অবসান ঘটাবো"।

NGSRNJHRSE