জলের তীব্র সঙ্কট! ভুয়ো বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ! ফের অমিত মালব্যের মন্তব্যে শোরগোল

অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, নয়াদিল্লির কূটনৈতিক ছিটমহল চাণক্যপুরীর ছবি। দিল্লিতে জলের তীব্র সংকট দেখা দিয়েছে।

author-image
Probha Rani Das
New Update
vbnvmq2.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অমিত মালব্য টুইট করে বলেছেন, “এগুলি নয়াদিল্লির কূটনৈতিক ছিটমহল চাণক্যপুরীর ছবি। দিল্লিতে জলের তীব্র সংকট দেখা দিয়েছে। আম আদমি পার্টির আমলে তা আরও খারাপ হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল যদি ডেলিভারি নিশ্চিত করার দিকে নজর দিতেন এবং ভুয়ো বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ না করতেন, তাহলে দিল্লির অবস্থা হত না।” 

vbnvmq1.jpg

Add 1