বালাক বুদ্ধি রাহুল গান্ধী! এলওপি পদের জন্য লজ্জাজনক! বিস্ফোরক টুইট অমিত মালব্যের

বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন।

author-image
Probha Rani Das
New Update
Amit-Malviya.webp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃবিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করে বিস্ফোরক টুইট করেছেন।

MP Rahul GH1.jpg

তিনি বলেছেন, “বালাক বুদ্ধি রাহুল গান্ধী এলওপি পদের জন্য লজ্জাজনক, অতীতে এই পদে অধিষ্ঠিত ছিলেন। যতদিন না তিনি ক্ষমতায় আসছেন, ততদিন তিনি এ দেশের প্রতিটি প্রতিষ্ঠানের অট্টালিকা ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন। কিন্তু এরই মধ্যে তিনবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। যে বার্তা তিনি মানতে নারাজ।” 

Adddd