আসাম পারলে বাংলা পারছে না কেন ? বড় প্রশ্ন তুললেন অমিত মালব্য

কেন এমন কথা লিখলেন অমিত মালব্য ?

author-image
Debjit Biswas
New Update
amit malviya

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ বিরোধী আন্দোলন ও তার জেরে রাজ্যে সংগঠিত হওয়া হিংসাকে নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা অমিত মালব্য। আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে তিনি একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, ''আসামে প্রায় ৪০% মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও, ওয়াক্‌ফ সংশোধনী আইন নিয়ে বড় কোনও অশান্তির ছবি দেখা যায়নি। কোথাও কোনও দাঙ্গা, ইট-পাটকেল ছোঁড়া বা আগুন লাগানোর খবর পাওয়া যায়নি। অন্যদিকে, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে শুক্রবার নামাজের পরেই রাস্তায় নেমে বিক্ষোভ ও সাম্প্রদায়িক উত্তেজনা ইতিমধ্যেই ব্যাপক আকার নিয়েছে।''

SIDDIKULLA

 এছাড়াও বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই বিক্ষোভ সহ্যই করছেন না, বরং নিজেই এসবে উৎসাহ দিচ্ছেন। তার মন্ত্রিসভার সদস্য ও জামায়েত উলেমা-ই-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী প্রকাশ্যে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এই আন্দোলনের পাশে রয়েছেন।